গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশের তারিখ: আগস্ট ১৮, ২০২২ | ১০:৩৪ অপরাহ্ণ

পটুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার চরকাজল এলাকায় তারা মারা যান।

তারা হলেন উপজেলার চরকাজল এলাকার জেলে মামুন প্যাদা (৩৮) ও পৌর সভার শান্তিবাগ এলাকার কৃষক মোস্তফা হাওলাদার (৫০)।

এ খবর নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম। তিনি জানান, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

গলাচিপা থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার বিকালের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। তখন মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার কৃষিজমিতে কাজ করছিলেন। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host