দেখতে জনতার ভীড় ! ‘পাখি মাছ’ ধরা পড়েছে জালে

প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২২ | ১১:৩৫ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের জেলেদের জালে ধরা পড়েছে একটি পাখি মাছ। শুক্রবার সকালে সোনার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মোঃ জলিল মোল্লা নামের এক মাঝির জালে একটি মাছ ধরা পড়ে। শুক্রবার দুপুরে মাছটি
চরমোন্তাজ স্লুইস বাজারে নিয়ে আসলে দেখতে সেখানে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় ব্যবসায়ী সুধান শীল মাছটি ক্রয় করেন। মাঝি হালিম মোল্লা বলেন, এ পাখি মাছ এর আগে কখনও আমাদের জালে ধরা পড়েনি। রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান,এ মাছগুলোকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বা গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলে।পাখি মাছগুলো মূলত গভীর সমুদ্রের দ্রুত গতির মাছ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host