প্রবাসীকে অপহরণ করে অশ্লীল ভিডিও ধারন: ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৫, ২০২২ | ৮:২১ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির এক প্রবাসীকে অপহরণের পর অশ্লীল ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে স্বজনদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী আব্দুর রব হাওলাদারের স্ত্রী মোসাম্মত রিনা বেগম ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুল রব হাওলাদার দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছেন। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এই সুবাদে
স্থানীয় ফেসবুক ব্যবহারকারি অনেকের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে সৌদি আরবে চলে যান। সৌদি আরবে বসে এ বছরের ১৫ এপ্রিল আব্দুল রব হাওলাদারকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে পোশাক খুলে অশ্লীল ভিডিও ও ছবি মোবাইল ফোনে ধারন করে। এই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আব্দুল রব হাওলাদারের স্ত্রী ও স্বজনদের কাছে ফোন করে চাঁদা দাবি করে আসছে। এমনকি মোবাইল ফোনে বিভিন্ন রকমের ভয়ভিতি প্রদর্শন করছে অজ্ঞাত অপহরণকারীরা। এব্যাপারে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে তাঁর স্বামীকে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host