আনিছুর রহমান মিলনকে নিয়ে পরিচালক নিবিড় চৌধুরীর “কথা দিলাম ছেড়ে যাবে না”

প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২০ | ১০:২১ অপরাহ্ণ

এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এবার অভিনেতা আনিছুর রহমান মিলনকে নিয়ে খণ্ড নাটক নির্মাণ করলেন পরিচালক নিবিড় চৌধুরী। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শেষ হলো “কথা দিলাম ছেড়ে যাবো না” নাটকের শুটিং এর দৃশ্যায়ন।

নাটকটির সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন,” গল্পটা একদম একটা ভিন্ন রকমের গল্প,নাটকের শেষ পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবে না,এটি একটি ভালবাসার গল্প, স্বামীর প্রতি ভালবাসা,স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা,সন্তান বাবার প্রতি ভালবাসা,গল্পের চরিত্রে আবির এবং মায়া ফ্যামিলির অমতে বিয়ে করে,যার কারনে মায়া কখনো আর তার ফ্যামিলির কাছে যেতে পারে না,এতে মায়ার কষ্ট হলেও সেটা সে ভুলে গেছে কারন আবিরের সংসারে সে বেশ ভালই আছে,এইভাবেই তাদের সংসার চলতে থাকে,হঠাৎ একদিন অজানা এক মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ে মানব দেহে যা মানুষকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যাচ্ছে, একদিন জানতে সেই ভাইরাসটি আক্রমণ করে মায়ার শরীরে,আস্তে আস্তে মায়া দুর্বল হতে থাকে,মায়া,কি করবে সে বুঝে উঠেছিলো না, সিদ্ধান্ত নিলো এই অসুস্থ শরীর নিয়ে আবিরের কাছে থাকবে না,এদিকে আবির রোড এক্সিডেন্ট করে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে,অন্ধ স্বামী কে নিয়ে মায়ার সংসার কেটে যাচ্ছে, মায়া তার সন্তান জন্ম দিতে গিয়ে পরে মায়া মারা যায়,২৫বছর চলে যায়, আবির এখন বৃদ্ধ, ছেলে এবং ছেলের বউ নিয়ে অন্ধ বৃদ্ধ লোকটি খুব ভালই আছে,এইভাবেই চলতে থাকে নাটকের গল্প,গল্পটা নিয়ে নাটকের পুরো টিম আশা করছে দর্শককে তারা এবারের ঈদে ভাল কিছু উপহার দিতে পারবে।

এই গল্পে আনিছুর রহমান মিলন ছাড়াও আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, আহমেদ সাজু,সামান্তা শিমু,নাটকটি এবার ঈদে একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে,সম্প্রতি সময়ে নিবিড় চৌধুরী এর আগে আরো ২টি নাটক নির্মাণ করেছে।তার পরিচালনায় নির্মিত অপর দু’টি নাটক ও দর্শকনন্দিত হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host