পদ্মায় পরপর ডুবল দুই নৌকা, নিখোঁজ অনেকে

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২২ | ১০:৫১ পূর্বাহ্ণ

বাণী ডেস্ক: পদ্মা নদীতে পরপর দুটি নৌকাডুবির ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রথম নৌকাটি ডুবে ৪ জনের নিখোঁজের কথা বললেও পরে ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন- রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহ পুরের এলাকায় পরপর দুটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি নৌকায় চারজন ছিলেন, তারা নিখোঁজ রয়েছেন। তবে পরে ডুবে যাওয়া নৌকায় কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host