বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক আসাদ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ

এম সাইফুল ইসলাম রাজু: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লেখক ও সাংবাদিক মোঃ আসাদুজ্জামান। পাশাপাশি তিনি বলেছেন, পরিস্থিতি যাই হোাক ‘আমি নির্বাচনের মাঠে শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে যাবো’।
সাংবাদিক আসাদুজ্জামান ইতিপূর্বে বরিশালের বেশ কয়েকটি স্বনামধন্য পত্রিকায় বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। সাবেক অদম্য ছাত্র রাজনীতিক আসাদুজ্জামান এর বাবা একজন ইউপি চেয়রম্যান ও প্রথম শ্রেণির মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।
যদিও তিনি কোন দলীও মনোনয়ন পাননি। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে শক্ত লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন আসাদুজ্জামান।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সরক্ষিত সদস্য পদে ভোট দেবেন এক সিটি কর্পোরেশন, ৬ পৌরসভা, ১০ উপজেলা পরিষদের এবং ৮৮ ইউনিয়নের জনপ্রতিনিধিরা। এ হিসাবে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে এক হাজার ২৯৩ জন জনপ্রতিনিধি ভোট দেবেন।
বরিশাল জেলা নির্বাচন অফিসার মো. নুরে আলম বলেন, ভোটার তালিকার খসড়া প্রস্তুত করে ঢাকা পাঠানো হয়েছে। এতে ভোটার সংখ্যা হলো ১ হাজার ২৯১।
নির্বাচন অফিসার জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চলছে। বর্তমানে মনোনয়নপত্র বিতরণ চলছে। বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে সাতটি মনোনয়নপত্র বিতরণ করেছেন। জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাচন অফিস থেকেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।