১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস ২০ বছর পর গ্রেফতার

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তালতলী উপজেলার গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁর পুত্র কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ পাশর্^বর্তী হেলেঞ্চাবাড়িয়া গ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ২০০২ সালের একটি ডাকাতি মামলার (দায়রা মামলা নং ৩৩/২০০২) রায়ে ইলিয়াসের ১০ বছর সশ্রম কারাদ-ের আদেশ হয়। রায়ের কাগজপত্র গায়েব করে কুখ্যাত ইলিয়াস ২০ বছর যাবত ফেরারি হয়ে ঘুরে বেরিয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও পার্শ্ববর্তী চন্দনতলা হিন্দু গ্রামের ১৪টি পরিবারকে নির্যাতন করায় তারা রাতের আঁধারে ভারত চলে যাবার অভিযোগ রয়েছে। যার কারণে সরকার সেখানে দ্রুতগতিতে ১টি পুলিশ ক্যাম্প স্থাপন করে। এছাড়া গত রবি মৌসুমে মুক্তিযোদ্ধা আঃ গণি তালুকদারের জমির মুগডাল চুরি করলে তার বিরুদ্ধে একটি চুরি মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইলিয়াস আঃ গণি তালুকদারের পুত্র ও নাতিকে খুন করার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে, যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পায়। পটুয়াখালী র‌্যাব-৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গতকাল রাত ৯ টায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওযার চেষ্টা কররে ঘেরাও করে ফেরারি ডাকাত ইলিয়াসকে গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host