ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২২ | ১০:০৬ অপরাহ্ণ

ভোলায় বাল্যবিয়ের হার ৫১ ভাগের উপরে। করোনাকালীন এই হার আরও বেড়েছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে ভোলায় দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামীন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ, কোস্ট ট্রাস্টের রাশিদা বেগম, প্ল্যান ইন্টারন্যাশনাল জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্ট্রিগেশন স্পেশালিস্ট শহিদুল ইসলাম, সুশীলন টিম ম্যানেজার মো. জিয়াউল হক, সুশীলনের সহকারী পরিচালক শিরিনাসহ বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ভোলা জেলায় বাল্যবিয়ের হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। বাল্যবিয়ে রোধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তরা।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতা ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তার আওতায় ভোলা জেলার তিনটি উপজেলায় পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ভোলা জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাল্যবিয়ের হার কমিয়ে আনার জন্য জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host