মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, চারদিনেও খোঁজ মেলেনি জেলের

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ

বরগুনার বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের চারদিন পরও মো. মোশারেফ শরীফ (৩২) নামে এক জেলের খোঁজ মেলেনি। গত রবিবার পাথরঘাটায় দুটি ট্রলার ডুবির ঘটনায় মোশারেফ নিখোঁজ হয়। বুধবার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মো. আউয়ালের মালিকানাধীন ও একই এলাকার সহিদ শরীফের মালিকানাধীন দুটি মাছধরা ট্রলার গত রবিবার বলেশ্বর নদের পক্ষীদিয়া নামক স্থানে ডুবে যায়। এতে ট্রলার দুটিতে থাকা ১২ জেলের মধ্যে ১১ জেলে বাড়ি ফিরে আসতে পারলেও চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মো. সহিদ শরীফের ছেলে মো. মোশারেফ শরীফ নিখোঁজ থাকে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মোশারেফ শরীফ বলেশ্বর নদে পড়ে এখনো নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মমিনুল ইসলাম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখেই গত তিনদিন আগ থেকেই সাগর ও নদ-নদী এলাকায় জেলেদের ফিরে আসতে মাইকিং করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host