২০০৪ সালের ধর্ষণ মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২২ | ১১:৩৯ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি: ভোলায় ১৮ বছর পর ধর্ষণ মামলায় ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে পাশাপাশি ২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১টায় ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্যজন পলাতক। দন্ডপ্রাপ্তরা হলেন- মো. সেলিম ও নাসিম। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামে। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৬ জুন চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামে ভুক্তভোগী নারীকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একই এলাকার আসামি সেলিম ও নাসিম বাড়ির পাশের একটি মাঠে দলবেঁধে ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর ধর্ষণের শিকার ওই নারী চরফ্যাশন থানায় মামলা করেন। মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিচারক আসামি সেলিম ও নাসিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন। অন্যদিকে নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে সরকার পক্ষের মামলা পরিচালনাকারী পিপি হুমায়ুন কবির বলেন, ১৮ বছর পরে হলেও আসামিরা দৃষ্টান্তমূলক সাজা পাওয়ায় আমরা মনে করি ভিক্টিম ন্যায় বিচার পেয়েছে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মাহাবুবুল হক লিটু বলেন, আসামিরা ন্যায় বিচার না পাওয়ায় তারা উচ্চ আদালতে আপিল করবেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host