চরফ্যাসনের শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হলেন শফিকুল ইসলাম

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২২ | ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে চরফ্যাসন উপজেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান এ ঘোষণা দেন।

মো. শফিকুল ইসলাম ১৯৮৮ সালে বরগুনায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে ঢাকা কবি নজরুল কলেজ থেকে ইংরেজীতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে তিনি প্রথমে দশমিনা উপজেলায় যোগদান করেন ২০১৪ সালে।

এরপর ২০২০ সালে চরফ্যাসন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগ দেন। এরপর কিছুদিন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি চরফ্যাসন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মো. শফিকুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকতা মো. আল নোমান, চরফ্যাসন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অহিদুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরেআলম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. আবদুল হাই হাওলাদার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক নেসার নয়ন, শশীভূষণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সাত্তারসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host