বরিশালে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
রাষ্ট্রীয় পাটকল রক্ষা, গণতান্ত্রিক শ্রমিক আইন ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশে শ্রম ও শোষণের তীব্রতা বেড়েছে। করোনাকালীন শ্রমিকরা কাজ হারাচ্ছে। বর্তমানে শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারন করে রেশন, আবাসন ও সুরক্ষা দিতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণসহ তাদের ৯ দফা দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host