মাদকে ভাসছে কাজীরহাটের কয়েকটি এলাকা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ

রাসেল কবির : বরিশালের কাজীরহাট সহ পার্শ্ববর্তী বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্ধারমানিক, জয়নগর ইউনিয়নের এলাকার তরুন ও উঠতি বয়সী থেকে শুরু করে ৭০ উর্দ্ধো বৃদ্ধ বয়সীরা ও মাদকের ছোবলে আশক্ত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকা সূএে। এলাকায় উঠতি বয়সী ছেলেরা বিক্রি করে আসছে গাজাঁ, ইয়াবা ও পাওয়া যাচ্ছে কৌশলের মাধ্যমে। স্থাণীয়দের অভিযাগ রয়েছে
মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরো কঠোর হলে মাদক বিক্রি থেকে শুরু করে সেবনকারীদের নির্মূল করা কিছুটা সম্ভব। মাদক সেবনে জড়িয়ে পড়ছে স্কুল শিক্ষার্থী ও উঠতি বয়সী থেকে ৭০ উর্দ্বো বছরের বৃদ্ধা সহ বেকার যুবক, ভ্যান, মটরসাইকেল , অটো চালকেরা। প্রশাসনের উদ্দ্যেগে প্রায় দেখা গেছে মাদক বিরোধী প্রচার, র‌্যালী, সেমিনার অনুষ্টান করতে বিভিন্ন হাট বাজার সহ শিক্ষা প্রতিষ্টানে । বিদ্যানন্দপুর ইউনিয়নের নতুন খাসের হাট, চিলমারী নদী সংলগ্ন, পংকজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপারে। ভাষানচর ইউনিয়নের জনতা বাজার, কদম তলা, খলিশাপাড়, গাজীরহাট। লতা ইউনিয়নের বাংলাবাজার, আন্ধারমানিক ইউনিয়নের বণিকের হাট, লঞ্চ ঘাট, জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট, রহমান খানঁ বাজার সহ বিভিন্ন স্পর্টে গাজাঁ ও ইয়াবা বিক্রি করছে স্থাণীয় মাদক বিক্রেতা বলে জানায় বিভিন্ন স্থান সূএে। সাধারন মানুষের অভিযোগ রয়েছে মাদক নিমূর্ল করতে হলে দৈনিক ২/৩ টি মাদক সেবনকারীদের আটক করে মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করলে নির্মূল করা সম্ভব বলে জানায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host