পটুয়াখালীতে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২২ | ১২:২২ অপরাহ্ণ

মির্জা আহসান হাবীব ঃ পটুয়াখালী সদর উপজেলায় ম্যাক্স ফাউন্ডেশন এর সহায়তায় ও সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের মধুমতী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ আরা জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ার। রাইট টু গ্রো প্রকল্প প্রজেক্ট ম্যানেজার শামিমা নাসরিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএ নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার, এসডিএ প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ, রাইট টু গ্রো ম্যাক্স ফাউন্ডেশন ফোকাল হেড মোঃ ফয়সাল আহম্মেদ,আর টু জি ম্যাক্স ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান।
কর্মশালয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, সিএসজি, কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ১২ টি ওয়ার্ডে গর্ভবতী থেকে ৫ বছরের নীচে শিশুদের নিয়ে স্বাস্থ্য পুষ্টি ওয়াশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাইট টু গ্রো প্রকল্পের বাস্তবায়নে র ধারণা লক্ষ্য উদ্দেশ্য ফলাফল এবং কার্যক্রম সমূহ, ইউনিয়ন পরিষদ বডির সাথে যোগাযোগ ও সমন্বয় স্থাপন, প্রকল্প বাস্তবায়নে সরকারী বেসরকারি স্টেকহোলডারদের নিকট সহায়তা প্রদান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host