বরগুনার পাথরঘাটায় একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা!

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়ির ভেতরে এ হামলা চালিয়ে শহিদুল ইসলামের হাত-পা বেঁধে বাদল হাওলাদারের বাড়িতে নিয়ে অমানুষিক নির্যাতন করে। আহতরা হলো ওই থানার এক নং ওয়ার্ড পাথরঘাটা গহরপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম, মজনু হাওলাদার, হাসান হাওলাদার, স্ত্রী আলেয়া খাতুন। আহত শহিদুল ইসলাম বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর বাকি আহতরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত মতলেব হাওলাদারের ছেলে সগীর হাওলাদার এলাকায় সুদের ব্যবসা করে আসছে। দেড় বছর পূর্বে শহিদুল হাওলাদার তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। মুনাফা সহ সেই টাকা পরিশোধ করলেও আর অতিরিক্ত টাকা দাবি করে। এ নিয়ে উভয় মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সগীর হাওলাদার, বাদল হাওলাদার, নাছির হাওলাদার, রাজু হাওলাদার, সালাম হাওলাদারসহ অজ্ঞাত দুই-তিনজন সন্ত্রাসীরা শহিদুল ইসলামের উপর এ হামলা চালায়।তাকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা ছুটে আসলে তাদেরকে মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host