অনৈতিক কাজ করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক, মামলা দায়ের

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্তরপত্র ভরাট করিয়ে দেয়ার সময় ম্যাজিস্ট্রেটের ধাওয়া খেয়ে গ্রেফতার এড়াতে দৌড়ে পালালে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ খবির। তিনি পটুয়াখালীর পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসএসসি পরীক্ষার প্রথম দিনে মৌকন আ.জ.ম বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কেন্দ্র সচিব আ.জ.ম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রাফিয়া আখতার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানাযায়, কেন্দ্র পরিদর্শনের সময় সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম দেখতে পান অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ খবির নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীর উত্তরপত্র ভরাট করে দিচ্ছেন। ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করার নির্দেশ দিলে তিনি পালিয়ে যান।
কেন্দ্র সচিব রাফিয়া আখতার বলেন- অনৈতিকভাবে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৈব্যত্তিক ভরাট করিয়ে দিচ্ছিলেন পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ খবির। এই দৃশ্য দেখেদ্বায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম তাকে গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতার আতঙ্কে দৌড়ে পালিয়েছেন প্রধান শিক্ষক খবির।
বিষয়টি সম্পর্কে জানতে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করেনি মামলার তনন্তকারী কর্মকর্তা পটুয়াখালী সদর থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম।
অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান’র কাছে জানতে চাইলে তিনি বলেন-মামলা তদন্তাধীন, প্রধান শিক্ষকপলাতক রয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host