কাউখালীর সাড়ে নয়শত এসএসসি পরীক্ষার্থী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২২ | ৫:২৭ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার উদ্যোগে উপজেলার সাড়ে নয়শতাধীক এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বিতরণ করা হয়।বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে ইউএনও মোছাঃখালেদা খাতুন রেখা পরীক্ষা কেন্দ্রের সামনে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর ”অসমাপ্ত আত্মজীবনী” শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ, যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির, খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানসহ শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্নজীবনী’ বইটি পাঠ করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস পড়ে সমৃদ্ধ হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host