রাজাপুরে দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ: অক্টোবর ৬, ২০২২ | ৮:০৫ অপরাহ্ণ

সাইদুলইসলাম, রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরে দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে মারিয়া আক্তার টুনু (৮) নামের এক ২য় শ্রেনীর শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই এলাকার মঞ্জুর খানের মেয়ে ও ১২নং নৈকাঠিনমপাড়াসরকারিপ্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীরশিক্ষার্থী।
নিহতমারিয়ারচাচাতোভাইশাহাদাত ও খালামায়া বেগমজানান, মারিয়া আক্তার তারবসতঘরেরপ্রায় দুইশমিটার দুরেএকটি জোরখালেরপাসেদুটিসুপারিগাছের সাথে রশি বেঁধেএকটি দোলনাবানায়। সে দোলনায়প্রায়ই খেলাকরতো। স্কুলবন্ধ থাকায়বৃহস্পতিবারসকালে ওই বানানো দোলনায় খেলাকরতেযায়এবংদোলনায়বসে দোলনা গুরিয়ে খেলাকরতেছিলো।হঠাৎতার পা পিছলেপাসে থাকা জোরখালেরভিতরে পা পরে গেলেগলায়ফাঁসপরেযায়। পরেঝুলন্তঅবস্থায়তারচাচা মনিরুজ্জামান খানসহ স্থানীয় দেখলেতাৎক্ষনিকতাকেউদ্ধারকরেরাজাপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েআসলেকর্তব্যরতচিকিৎসকতাকেমৃত ঘোষনাকরে।
এ বিষয়ে স্থানীয়ইউপিসদস্য আবুলবাশারবাবুলতালুকদারজানান, যতটুকু জেনেছিশিশুমারিয়া আক্তার দোলনায় খেলাকরতেগিয়ে দোলনা গুরানোঅবস্থায়পরেগিয়েগলায়ফাঁসপরেযায়এবংসময় এ দূর্ঘটনাটি ঘটে।
রাজাপুর থানাভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়জানান,এ বিষয়েএকটিঅপমৃত্যু মামলা রেকর্ড করাহয়েছেএবংপরিবারের কোনঅভিযোগনা থাকায়নিহতেরলাশপরিবারেরকাছেহস্তান্তরকরাহয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host