পরিচয় পাওয়া গেল উজিরপুরে নদী থেকে উদ্ধার হওয়া সেই নারীর লাশের

প্রকাশের তারিখ: জুলাই ৪, ২০২০ | ৭:০২ অপরাহ্ণ

নাজমুল হক মুন্নাঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে গতকাল ৩ জুলাই শুক্রবার বেলা আনুমানিক দুপুর ২টার দিকে সন্ধা নদীর শাখা কচাঁ নদীতে ভেসে আসা নারীর লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে, উজিরপুর মডেল থানায় এসে লাশ শনাক্ত করেন এবং মডেল থানা পুলিশ আজ ৪ জুলাই শনিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

জানা যায় মাদারীপুরের কালকিনি সিটখানার স্থানীয় জহির বেপারীর মেয়ে বৃষ্টি (১৪)নারায়নগঞ্জের কাঁচপুরে পরিবারের সাথে থাকে এবং ওইখানে একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। পরিবারের সাথে বাড়ীতে বেড়াতে এসে গত ৩০জুন মঙ্গলবার সিটখানা বাড়ি সংলগ্ন আইয়ালখা নদীর শাখা নদীতে ছোট বোনকে সাথে নিয়ে কলা গাছের ভেলা নিয়ে সাতার শিখতে গেলে নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন নদীতে জ্বাল মেরে অনেক খোঁজা খুঁজি করে ও পরে ফায়ার সার্ভিসের ডুবরি নিয়ে সন্ধান করে এবং স্বজনরা ট্রলার নিয়ে নদীতে অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি বৃষ্টির।

পরে গতকাল উজিরপুর হারতা থেকে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীর চর থেকে লাশ উদ্ধারের পর সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ পেয়ে স্বজনরা উজিরপুর মডেল থানায় এসে লাশ চিন্হত করে। তখন কান্নায় ভেঙে পরে স্বজনরা।

উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) হেলাল উদ্দীন আজ শনিবার স্বজনদে কাছে লাশ হস্তান্তরের ব্যপারটি নিশ্চিত করেন। তিনি আর জানান কালকিনি থানা পুলিশ পরর্বতী আইনগত ব্যবস্থা নিবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host