বরিশালে সামান্য কথা কাটাকাটিতে লাথি মেরে একজনকে হত্যা !

প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২২ | ১:২৮ পূর্বাহ্ণ

বরিশাল বাণী: বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে লাথি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রীর বিরুদ্ধে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা বিকাশ মুন্সী জানান, শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে উপজেলার ছোট বাশাইল গ্রামের রুপচাঁদ মুন্সীর ছেলে সুভাষ মুন্সীর (৫০) সাথে পশ্চিম গোয়াইল গ্রামের সুনীল হালদারের ছেলে কাঠমিস্ত্রী জয়ন্ত হালদারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটি এক পর্যায়
জয়ন্ত হালদার সুভাষ মুন্সীর তলপেটে লাথি মারে। লাথি মারার পরই সুভাষ বমি করে অসুস্থ হয়ে পরে। এ সময় সুভাষ মুন্সীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজীব সুভাষ মুন্সীকে মৃত ঘোষনা করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই গৌরনদী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ অথবা ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host