বানারীপাড়ায় মাস্ক না পড়ায় ১৩ জনকে জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ৪, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইনের ২০১৮’র ১৫(২) ধারায় ১৩ জনকে বিভিন্ন অংকের মোট ৪ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল­াহ্ সাদীদ মোবাইল কোর্টে এ অর্থদন্ড করেন।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মন্জুরুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক মোক্তার হোসেন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমাদ্দার, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ।এ সময় ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি নিজে থেকে সচেতন না হন তাহলে করোনার ভাইরাসের রাক্ষুসে থাবা থেকে রক্ষা পাওয়া যাবেনা। সবাই সচেতন ভাবে চলেন তাহলেই আল­াহর রহমতে আমরা সুস্থ থাকবো। প্রশাসন কঠোর থাকলে হবেনা জনগনের সচেতন হতে হবে। সবাই মাস্ক পড়লে ভাইরাস ছড়ানো প্রবনতা কমবে। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেনন না। ঘরে থাকুন এবং সুস্থ থাকুন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host