কাজীরহাটে গরু ব্যবসায়ীকে অচেতন করে টাকা ছিনতাই

প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২২ | ৭:০৪ অপরাহ্ণ

রাসেল কবিরঃ
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামের গরু ব্যবসায়ী আলী আকবর মোল্লা কে চেতনা নাশক সুগন্ধ নাকে ঘ্রান দিয়ে অচেতন করে গরু ব্যবসায়ীর সাথে থাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার দুই শত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সূএে জানাগছে, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে গরু ব্যবসায়ী গাবতলী বাজার সংলগ্ন ভংগা গ্রামে গরুর হাটে আসে গরু ক্রয় করার উদ্দ্যেশে। দেখা হয় আন্ধারমানিক ইউনিয়নের পিতাঃ মৃত্যু কালু বেপারীর ছেলে মিলন বেপারীর সাথে। গরু ব্যবসায়ীকে বলে আমার সন্ধানে ১টি গরু আছে ক্রয় করতে চাইলে বাড়ি গিয়ে দেখতে হবে।

এ কথায় দু”জনেই দোকানে বসে চা খেয়ে রওনা হয় পথি মধ্যে গাবতলী বাজার পার হলে মিলন বেপারী গরু ব্যবসায়ীর নাক চেপে ধরলে তাৎক্ষনিক অচেতন হয়ে পড়লে স্কুলের পিছন নিয়ে যায়। গরু ব্যবসায়ীর নিকট হতে এক লক্ষ তেতাল্লিশ হাজার দুই শত টাকা নিয়ে যায়। পথচারী ও স্থাণীয়রা দেখতে পায় মাটিতে পড়ে আছে । অবশেষে ব্যবসায়ীকে চিনতে পেড়ে সংবাদ দিলে আতিœয়স্বজনেরা এগিয়ে আসলে পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেছ বলে জানাগেছে। ঘটনার ৪ দিন পরে গরু ব্যবসায়ী বাড়ি এসে কাজীরহাট থানায় সাধারন ডায়েরী করেন। অপর দিকে এ ঘটনা নিয়ে স্থাণীয় ভাবে শালিস মিমাংসায় বসলেও কোন সমাধা হয়নীও বলে জানাগেছে।

স্থাণীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের সাথে আলাপ করলে তিনি জানায়, ঘটনা তদন্ত করে আইনাগত ব্যবস্থ্যা নেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করে। তিনি আরো বলেন আমার এলাকায় এ ধরনের কর্মকান্ড ঘটবে আমি প্রশয় দিবনা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host