সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২২ | ৭:১০ অপরাহ্ণ
সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন
ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায়  পালন উপলক্ষে সিরাজগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে ।
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে সিরাজগঞ্জ শহরের দরগাহ সড়কে অবস্থিত উপমহাদেশের প্রক্ষাত অলী আধ্যাতিক জগৎ শ্রেষ্ঠ সূুফী সাধক দরবেশ শাহান শাহে তরিকত হযরত শাহ্ সূফী আফজাল মাহমুদ (রাহঃ) এর পবিত্র দরগাহ শরীফ থেকে সকালে একটি জশনে জুলুস বের হয়ে “”নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ (সাঃ) আহলান সাহালান মারহাবা ইয়া রাসুলুল্লাহ”” শব্দে স্লোগানে স্লোগানে মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাহ শরীফ প্রাঙ্গণে সমবেত হয়। এবং মহানবী (সাঃ)
জীবন আদর্শ আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও সদর উপজেলার খোকশাবাড়ী হাট
জামে মসজিদ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা মুফতি,হাফেজ, কারী
মাওলানা আলহাজ্ব আব্দুল হাই আমজাদী,
মুহাম্মদ জোহেব ম্যানেজিং ডিরেক্টর, মোস্তাক আহমেদ কাদরী, মুহাম্মদ সাজ্জাদ আফতারী উদ্যেগে মহানবী রাসুলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহ মোখলেছুর রহমান আল কাদরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী, প্রধান উপদেষ্টা মুফতি,হাফেজ, কারী
মাওলানা আলহাজ্ব আব্দুল হাই আমজাদী,
মুহাম্মদ জোহেব ম্যানেজিং ডিরেক্টর, মোস্তাক আহমেদ কাদরী, মুহাম্মদ সাজ্জাদ আফতারী,
মাওলানা গোলাম সরোয়ার হোসেন, গোলাম মঈন উদ্দিন চিশতী পীর সাহেব,হযরত শাহ্ সূফী আফজাল মাহমুদ (রাহঃ) এর পবিত্র দরগাহ ওয়াকফ স্টেট পরিচালনা কমিটির মাতোয়ালী ও খাদেম মাহমুদুল আলম মামুন চিশতী,মাওলানা সামিউল ইসলাম ফারুকী,
মোঃ খায়রুল ইসলাম নক্স বন্দী মুজাদ্দেদী
আজাদিয়া পাক দরবার শরীফ,আল আমিন চিশতী আল নিজামী প্রমুখ ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host