উজিরপুরের সন্ধ্যা নদীতে ১৬৪তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২২ | ৭:১৮ অপরাহ্ণ

নাজমুল হক মুন্না, উজিরপুর ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় লক্ষী পূজা উপলক্ষে ব্যাপক আয়োজনে ১৬৪তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার বিকেল ৩টায় প্রতি বছরের ন্যায় সন্ধ্যা নদীর শাখা হারতা কঁচা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, শেরে বাংলা এ.কে. ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমত উল্লাহ, মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল বিশ্বাস, সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে নানা রং এর সাজানো নৌকা নিয়ে, ঢোল,বাদ্য যন্ত্রের তালে তালে ৭টি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করার জন্য নদীর দুই ধারে প্রতি বছরের ন্যায় লক্ষাধিক মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাদারীপুর রাজৈরের অমল সরকার ও রবির দল। দ্বিতীয় স্থান অধিকার করে কোটালীপাড়ার সনাতন বিশ্বাসের দল, তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের মিষ্টার লাজরেষ্ট ফলিয়ার দল। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩৪ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন। এছাড়া অংশগ্রহনকারী প্রতিটি দলকে এলইডি টিভি প্রদান করা হয়। নৌকা বাইচে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা যায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host