উজিরপুরে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ইউনিয়ন’র আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন’র শিক্ষার্থীদের সমন্বয়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে পশ্চিম ডহরপারা জামে মসজিদ প্রাঙ্গনে এ অনুস্ঠান হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি অবঃসরকারী কর্মকর্তা মোঃ আকরাম হোসেন’র সভাপতিত্বে
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন – ইসলামিক ফাউন্ডেশন’র প্রধান কার্যালয়’র কর্মকর্তা মোঃ মুরাদুল ইসলাম মুরাদ।
প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন উজিরপুর উপজেলা’র সুপারভাইজার মুহাঃ জহিরুল ইসলাম সাগর।
বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশন উজিরপুর উপজেলা’র মডেল কেয়ারটেকার মোঃ মাছুম বিল্লাহ।অনুস্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত, গজল, মাসলা- মাসায়েল বিষয়ে মক্তবের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল- মহান “আল্লাহ” এর পবিত্র নাম সমূহের উপর প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় মসজিদ কমিটি’র সভাপতি, কোষাধ্যক্ষ সহ বিভিন্ন বয়সের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
“মহান আল্লাহর পবিত্র নামসমূহ” প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোসাঃ মোহানা ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়ছে।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়ছে।বিজয়ীদের সার্টিফিকেট দেয়া হয়েছে।
সভায় আয়োজকেরা এ ধরনের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিল এর মাধ্যমে জমকালো ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host