সভাপতি- কাজী মিরাজ, সম্পাদক- বেলায়েতঃ ডায়াগনস্টিক এসোসিয়েশন বান্দরোড শাখা গঠন

প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ

বরিশাল বাণী: ডায়াগনস্টিক এসোসিয়েশন বান্দ রোড বরিশাল শাখা গঠন করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সব কটি ডায়াগনস্টিক সেন্টার মিলে এই ডায়াগনস্টিক এসোসিয়েশন গঠন করা হয়। হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং দালাল মুক্ত হাসপাতাল এই সেøাগানকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সার্বক্ষনিকভাবে তত্ত্বাবধায়ন করবেন বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার রাতে ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পারিচালক আলহাজ্ব কে এম শহিদুল্লাহ। সভায় সর্বসম্মতি ক্রমে রয়েল ডায়াগনস্টিক এ্যান্ড সিটি সেন্টার এর চেয়ারম্যান কাজী মিরাজকে সভাপতি এবং মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো. বেলায়েত হোসেনকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। আগামী দুই বছর এই কমিটির মেয়াদ থাকবে। কমিটিতে উপদেষ্টা পরিষদে ৪ জনকে রাখা হয়েছে। এরা হলেন প্রধান উপদেষ্টা এসএম শহিদুল্লাহ খান, আলহাজ্ব মো. আবদুল মালেক, মো. মোতালেব হোসেন ও প্রকৌশলী মো. কামরুল আহসান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি কেএম শহিদুল্লাহ (ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), মো. সানোয়ার হোসেন জিএম (মেডিনোভা), মো. মোশারফ হোসেন (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), মো. মাহাবুব আলম (লাইফ এইড), মো. শামসুল হক (বেবিলন মেডিকেল সার্ভিসেস), মো. হাবিবুর রহমান (কনিকা ডায়াগনস্টিক), এবিএম শামসুজ্জামান (ল্যাবএইড), আবুয়াল হোসেন অরুন (বেবিলন মেডিকেল সার্ভিসেস)। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক এএম আওরঙ্গজেব চাঁন (সেইভ মেডিকেল), মো. আবু বক্কর সিদ্দিক (বাছেল) (রয়েল ডায়াগনস্টিক এ্যান্ড সিটি সেন্টার), মো. রিপন সিকদার (ইবনেসিনা), মো. আল আমিন (ডিজিটাল লাইফ কেয়ার)। সাংগঠনিক সম্পাদক পদে ওহিদুল ইসলাম (ড. ডিজিটাল ল্যাব), সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অপু (আবিদ ইসলামিয়া)। দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে মশিউর রহমান হিরা (ইবনেসিনা)। সহ দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (মেডিনোভা), কোষাধ্যাক্ষ মো. মেহেদি হাসান শামিম (আবিদ ইসলামিয়া) সহ কোষাধ্যাক্ষ মো. জগলুল ফারুক (বরিশাল সিটি সেন্টার) এছাড়া প্রচার সম্পাদক মনিরুল ইসলাম রাজু (দি বরিশাল), সহ-প্রচার সম্পাদক মো. নান্নু মিয়া (হেলথ এইড), আপ্যায়ন সম্পাদক ওলীউর রহমান ওলী (ইসলামিয়া ডায়াগনস্টিক), সহ-আপ্যায়ন সম্পাদক এসএম আবুল হাসান (দি বরিশাল)। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মো. মাসুদ খান, মো. মোস্তফা কামাল, মো. শওকত আকবর, মো. মনির হোসেন মিন্টু, মো. মোস্তাফিজুর রহমান মামুন, মো. ফোরকান আলী সিকদার, মো. শাহ আলম মোল্লা, মো. বিপ্লব, মো. শামীম, মো. রাহাত, শাহীন খান, মো. মনির, মো. ফয়সাল, মো. শাহীন প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host