পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২২ | ৭:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।।
নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না বলে লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষী বিষয়ের পাশাপাশি নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, যে সব ছবি বিতর্কের সৃষ্টি করে সেসব ছবি ব্যবহার করা যাবে না। খুব প্রয়োজনীয় ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host