পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রকাশের তারিখ: অক্টোবর ১৩, ২০২২ | ৮:০৯ অপরাহ্ণ

মির্জা আহসান হাবীব ঃ পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৩ অক্টোবর বৃহষ্পতিবার বেলা ১১ টায় ডিসি লঞ্চঘাট চত্বরে পটুয়াখালী জেলা
শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন , সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহম্মেদ মৃধা,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান । জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহনুর হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পটুয়াখালী জেলা শাখা’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহরে এক বিশাল বর্ণাঢ্য র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর লঞ্চঘাটে গিয়ে র্্যালী শেষ করে। এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন বঙ্গবন্ধু’র মুড়্যালে পুষ্পস্তাবক অর্পণ করেন আওয়ামীলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host