ভোলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি মোকাবেলায় এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ভোলা জেলা উদযাপন কমিটিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার নারীদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ আজ শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রামীণ নারীরা নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে প্রতিনিয়ত। নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। দৈনন্দিন মাত্রাতিরিক্ত লোনা পানি ব্যবহারের ফলে জরায়ুর জটিলতাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে উপকূলের গ্রামীণ নারীরা। তাই এ থেকে পরিত্রাণের জন্য এখনই সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর টিম লিডার রাশিদা বেগম, প্রোগ্রাম অফিসার সোহেল মাহামুদ প্রমূখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host