বরিশালে বিএনপি‍‍র দুই গ্রুপের সংঘর্ষে প্রতিনিধি সভা পণ্ড

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ

বরিশালে হিজলা উপজেলা বিএনপির প্রতিনিধি সভা দুই পক্ষের সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ির কারণে পণ্ড হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে উত্তর জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন উপজেলা বিএনপির ধারাবাহিক প্রতিনিধি সভা চলছে। এরই অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় নগরীর কীর্তনখোলা মিলনায়তনে হিজলা উপজেলা বিএনপি’র প্রতিনিধি সভা শুরু হয়।

সভায় উপজেলার বিএনপির আহবায়ক আব্দুল গফফার তালুকদার ও সম্ভাব্য সদস্য সচিব প্রার্থী দেওয়ান মো. মনিরের সমর্থকরা কার্ড নিয়ে হলে প্রবেশ করেন। হল রুমে অতিরিক্ত কার্ডধারীর উপস্থিতি নিয়ে দুই পক্ষ বাগ বিতান্ডা এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরিস্থিতি বেগতিক দেখে সম্মেলনের প্রধান অতিথি ও উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং অনুষ্ঠানের প্রধান বক্তা উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ টিম প্রধান প্রতিনিধি সম্মেলন স্থগিত ঘোষণা করে সভা ত্যাগ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host