বরগুনায় পুলিশ-সাংবাদিকসহ ২১ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ২৪ ঘণ্টায় পুলিশ, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরের ১১ জন, বেতাগীর ৭ জন, আমতলীর দুজন ও বামনার একজন। তাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও একজন ব্যাংক কর্মকর্তা।

সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। এটা কমাতে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ২৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৩ জন, আমতলীতে ৪৩ জন, বামনায় ৩২ জন, বেতাগীতে ৩২ জন, পাথরঘাটায় ২৬ জন, তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৪০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host