গলাচিপায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ধসে গেছে

প্রকাশের তারিখ: অক্টোবর ২৬, ২০২২ | ১:১৬ অপরাহ্ণ

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছাসে উপজেলার ডাকুযা ইউনিয়নের আটখালী গ্রামে প্রায় এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ধসে গেছে। স্থানীয়রা বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করে। এছাড়া গাছ উপড়ে ৪৭টি ঘর বিধ্বস্ত হয়েছে। ২টি গরু ও ৪টি ভেড়া মারা গেছে। দুইদিন ধরে প্রবল বর্ষণে কয়েক শত পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। জলাবদ্ধতায় পানের বরজ ও ধানের ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।
তিনি বলেন, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আটখালী গ্রামের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ছিড়ে যায়। এছাড়াও এলাকার মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দেয়া যাচ্ছে না।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host