সাংবাদিক রুবেলের ওপর হামলার প্রতিবাদ ইশা ছাত্র আন্দোলনের

প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

মুহাঃ আশরাফুল ইসলাম ,মনপুরা প্রতিনিধি

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ফটো সাংবাদিক রুবেল রশীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানায়। রুবেল রশীদ দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক। করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো রোগীকে মারধরের ছবি তুলতে গেলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাঁর ওপর হামলা চালান এবং তাঁর ক্যামেরাও ভেঙে ফেলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল করিম আকরাম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকের ওপর হামলাকারী আনসার সদস্যদের বরখাস্ত ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এমন কাজ মেনে নেওয়া যায় না। এটা সংবাদপত্রের স্বাধীনতা হরণের নামান্তর।
নেতৃদ্বয় বলেন, ‘আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। এ ঘটনার সুষ্ঠু বিচার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আর বিচার না হলে তা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পথ বন্ধ করবে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সরকার ও প্রশাসনই দায়ী থাকবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host