বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগী

প্রকাশের তারিখ: অক্টোবর ২৭, ২০২২ | ৮:৪৬ অপরাহ্ণ

বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে ২৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৭ রোগী। সেপ্টেম্বর মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মারা যায় ৫ জন।বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখনও পর্যন্ত ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়নি। চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। ডেঙ্গু রোগী ও তাদের স্বজনরা বলছে ডাক্তার ও নার্সরা তাদের সেবা দিয়ে যাচ্ছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘আগের থেকে মানুষের সচেতনতা বেড়েছে। আর ঠিক চিকিৎসার কারণে দিন দিন সুস্থ হয়ে উঠছে আক্রান্তরা। এদিকে বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে বরিশাল বিভাগে বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৬২ জন ডেঙ্গু রোগী।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host