আমতলীর কুকুয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: অক্টোবর ২৮, ২০২২ | ৫:৪৭ অপরাহ্ণ

হারুন অর রশীদ,

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী থানা পুলিশের আয়োজনে উপজেলার কুকুয়া ইউনিয়নে বরগুনা পুলিশ সুপারের উপস্থিতিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টার সময়ে উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমানের সভাপতিত্বে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ও আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রুমুখ।

‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন স্থাণীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথি পুলিশ সুপার আবদুস ছালাম তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং মাদক বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host