চরফ্যাশনে নবজাতকের পা ভাঙ্গার অভিযোগে গাইনি চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ: নভেম্বর ২, ২০২২ | ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ভোলা। সিজার করতে গিয়ে নবজাতক শিশুর পায়ের হাড় ভাঙ্গার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী) ডা:হোসনেয়ারার বিরুদ্ধে অপচিকিৎসায় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ করেন নবজাতকের বাবা মোস্তফা কামাল।
এ অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন বশাক। চরফ্যাশন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাবুবু কবিরকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃশোভন কুমার বশাক বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন-চরফ্যাশন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা:কায়ছার আলম ও মেডিকেল অফিসার ডা: আশরাফুল ইসলাম। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

নবজাতকের পিতা চরমাদ্রাজ ইউনিয়নের মোস্তফা কামালের অভিযোগ সুত্রে জানা গেছে,গত ২১ সেপ্টেম্বর তার স্ত্রী লাভলী বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট(গাইনী) ডা:হোসনেয়ারার তত্ত্বাবধানে বেসরকারি একটি ক্লিনিকে তার স্ত্রী লাভলী বেগমের সিজারের মাধ্যমে পুত্র সন্তান হয়। অভিযোগে আরও বলেন,সিজার করার সময় ডা:হোসনেয়ারার অপচিকিৎসায় নবজাতকের বাম পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে বলে দাবী করেন। পরে তিনি নবজাতক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
পরে ২৫অক্টোবর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:শোভন কুমার বশাক সাংবাদিককে জানান, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host