ভেরনবাড়িয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মেনাজাত অনুষ্ঠিত! 

প্রকাশের তারিখ: নভেম্বর ৩, ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ

খলিফা মাইনুল ( স্টাফ রিপোর্টার)

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেরন বাড়িয়া ডি. এইচ.আলিম মাদ্রাসায় আলিম (এইচ.এস.সি)পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ২০২২ সালের এইচ.এস.সি (আলিম) পরীক্ষা উপলক্ষে ২০২০/২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বিদায় দেয়া হয়। মাদ্রাসার একাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রীরা এই বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার মিলনায়তনে এই বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে  ।

এ বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল ইসলাম’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ কাউসার হোসেন (আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।

বিদায় অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে শুরু করা হয়। মাদ্রাসার সকল শিক্ষকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করে। এ সময় আলিম পরীক্ষার্থী সহ সকল শ্রেণীর ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিল।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host