সেনাবাহিনীর সাহায্য চাইলেন ইমরান খান

প্রকাশের তারিখ: নভেম্বর ৫, ২০২২ | ১২:০২ পূর্বাহ্ণ

বৃহস্পতিবারের জনসভায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরান খান। বন্দুকধারীর হামলায় আহত হওয়ার পর শুক্রবারই প্রথম জনসম্মুখে এলেন ইমরান।

এবার তিনি দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন সামরিক বাহিনীর কাছে। ইমরান বলেন, ‘যদি সামরিক বাহিনী একত্রিত থাকত তবে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেত না। কেবল সামরিক বাহিনীর সহায়তায় রাজনৈতিক দলগুলো দেশকে একতাবদ্ধ করতে পারে।’

শওকত খানম হাসপাতাল থেকে দেওয়া ভাষণে ইমরান বলেন, ‘আমরা ইতিহাস থেকে শিখিনি।’ ‘আমি যখন প্রথম মার্চে নেমেছিলাম, তখনই বলেছিলাম তারা আমাকে হত্যা করবে।’

ইমরান আরও বলেন, ‘আমি জাতির কাছে জানতে চাই, আমরা কী এভাবে থাকতে চাই নাকি আমরা আমাদের ভাগ্য বদল করে মুক্ত হতে চাই?’

এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে, দেশ রক্ষা করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এই জাতি আবারও ভাঙতে শুরু করবে।’

সূত্র: ডন

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host