সরকার দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি দিয়ে দেশকে সমৃদ্ধ করছে-শাহজাদা

প্রকাশের তারিখ: নভেম্বর ৫, ২০২২ | ৩:৩৫ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে- দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষক সমাজ। পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কৃষকদের, নানাবিধ ভর্তুকি দিয়ে সার-বীজ, যন্ত্রপাতি ও কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে, দেশের খাদ্য পুষ্টি পূরণে নিরলস ভাবে কাজ করছে। গতকাল গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে, উপজেলার চলতি বছরের বরাদ্দকৃত ১৮ টি কম্বাইন্ড হারভেস্টারের ৫ টি, সিডার ১৫ টি, রাইস প্লান্টার ২টি ও রিপার ১টি বিতরণের শুভ উদ্বোধনীতে এমপি হোস্টেল থেকে ভিডিও কনফারেন্স সভায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী -১১৩ (৩) গলাচিপা-দশমিনা এলাকার জননেতা এস এম শাহজাদা এমপি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ও হারভেস্টার মেশিনসহ যন্ত্রপাতি, চাবি কৃষকদের হাতে হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী ও কৃষি বিভাগের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুুদা ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় । স্বাগত বক্তব্য সার্বিক তথ্য তুলে ধরেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান। সভায় বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষাণীরা অংশ নেয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host