বরিশালে ওয়ারেন্টভুক্ত আসামীর হামলায় দুই পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ: নভেম্বর ৬, ২০২২ | ৯:২২ অপরাহ্ণ

বাণী ডেস্ক: বরিশালের উজিরপুরে ওয়ারেন্টে ভুক্ত আসামী মনির ওরফে স্বপন হাওলাদারের হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার অভিযোগ পাওয়াগেছে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এ, এস, আই ফারুক হোসেন ও কনেস্টেবল মাসুদ শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের ধামসর এলাকায় আসামীকে গ্রেফতারের করতে অভিযান চালায়। এসময় আসামী হামিদ হাওলদারের ছেলে স্বপন(৩২) পুলিশের উপর হামালা চালিয়ে পুলিশ সদস্য এ,এস,আই ফারুকের মাথায় ফাটিয়ে ও কনেষ্টেবল মাসুদকে বেধরক পিটিয়ে গুরুত্ব আহত করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। পুলিশ পুনরায় অভিযান চালিয়ে আসামী স্বপনকে আটিপাড়ার গ্রামের একটি বিলের ধানের ক্ষেত থেকে গ্রেফতার করে । গ্রেফতারের কিছুসময় পর আসামী পুনরায় দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করে। উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মো: জাফর আহমেদ জানান, দায়রা ও জজ আদালতের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে পুলিশ গ্রেফতার করতে গেলে আসামী পুলিশের উপর হামলা চালায়। হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়। এ ঘটনায় আহত এ,এস,আই ফারুক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এই মামলায় আসামী স্বপনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আসামী পালাতে গিয়ে আহত হলে তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। এছাড়া আসামী স্বপনের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host