কবি শামীমা সুলতানার “তৃষ্ণার্ত সংযম”

প্রকাশের তারিখ: নভেম্বর ৯, ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ

“তৃষ্ণার্ত সংযম”
—শামীমা সুলতানা।

যখন তোমার সাথে গভীর দৃষ্টি বিনিময় হয় –

ওয়াটার বাসের পেছনের ঢেউয়ের মতো নেচে উঠে হৃদয়

ভুলে যাই আমার অতীত বর্তমান আর ভবিষ্যতের দায়!

মনে হয় এই দৃষ্টির সীমানায় পৌঁছাতে সকল বাঁধা ভেঙে ফেলা
যায়।

তোমার কথার মিষ্টতা যখন শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে পৌঁছায় হৃদয়

খুব ইচ্ছে হয় জীবনের সংবিধান মুছে ফেলে মেতে উঠি
দুরন্তপনায়।

লজ্জাবতির পাতার মতো তুমি এবং তোমার অনুভূতি –
নিশ্চুপ সমাজ ভাবনায়!
তাইতো নিরবে রেখেছি তোমায় আমার সমস্ত কবিতায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host