মৌচাকের মধু সংগ্রহ করতে গিয়ে মৃত্যু

প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২২ | ৫:৩২ অপরাহ্ণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরের আচার পাড়ায় মৌচাকের মধু সংগ্রহ করতে উঠে গাছের ডালেই মারা গেছেন আনছার আলী নামে এক ব্যক্তি। দমকল বাহিনীর সহযোগিতায় বদরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বাউচন্ডী খিয়ার পাড়ার মৃত হাসান আলীর ছেলে আনছার আলী।তিনি গ্রামগঞ্জে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার সকালে তিনি একটি গাছে মধু সংগ্রহ করতে গাছে উঠেন। মধু সংগ্রহকালেই গাছের ডালেই জ্ঞান হারিয়ে ঝুলে থাকেন। তার সাথে আসা একই গ্রামের ফজলু মিয়া ডাকতে থাকলে কোনো সাড়া না পাওয়ায় গ্রামবাসীদের সহযোগিতা চান। পরে দমকল বাহিনীর সহযোগিতায় বদরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, চিকিৎসকরা বলেছে গাছে উঠার পর হার্ট অ্যাটাকে আনছার আলীর মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host