বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২২ | ১১:৫৫ অপরাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।’
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মেলা পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফন নেসা খান। তিনি মেলা পরিদর্শন করে আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রশংসা করেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা। দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১২টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুবাস সরকার, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, শিশু বিষায়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, আ’লীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host