নিউইয়র্ক পুলিশ অফিসার পদে বাংলাদেশের মুখ উজ্জল করেছে বরিশালের ফয়সাল

প্রকাশের তারিখ: নভেম্বর ১২, ২০২২ | ৮:৪৫ অপরাহ্ণ

বরিশাল বাণী: বরিশালের ফয়সাল নিউইয়র্ক পুলিশ অফিসার পদে বাংলাদেশের মুখ উজ্জল করেছে। কঠোর পরিশ্রম অধ্যাবসয় ধৈয্য সাধন ও মেধাক্রম অনুসারে নিউইয়ার্ক সিটি (ম্যানহাটন,ক্রিমিনাল ব্রাঞ্চে) পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মাহমুদুল হাসান ফয়সাল। তার পুলিশ অফিসার পদে পদোন্নতি পাওয়ার সংবাদে তার জন্ম স্থান বরিশাল আলেকান্দা এলাকায় আনন্দের প্রবাহ বইছে।তার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ পুলিশ অফিসার পদে পদোন্নতিতে বাংলাদেশের মুখউজ্জল করেছে বিশ্ব দরবারে । নগরীর আলেকান্দা আমতলা সড়ক ও জনপদ কম্পাউন্ডে দুরন্ত পনায় বেড়ে উঠা সেই ছেলেটি আজ নিউইয়ার্কে পুলিশ কর্মকর্তা ।তার পিতা বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তর এর অবসর প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো: হালিম মিয়া ও মাতা মাহমুদা খানম একজন গৃহিনী । তিন ভাইবোনের মধ্যে ফয়সাল মেজ। মাহমুদুল হাসান ফয়সাল ২০০৮ সালে বরিশাল জিলা স্কুল থেকে এসএস সি ২০১০ সালে অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচ এস সি পাস করে। পরে সে ঢাকায় গিয়ে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতোকত্তর (মাস্টার্স) পাস করে । ২০১৬ সালে সূদুর আমেরিকায় গমন করে। সেখানে গিয়ে ২০১৮ সালে নিউইয়ার্ক পুলিশ ডিপার্টমেন্টের (ব্রোংক্স) ট্রাফিক বিভাগে যোগদান করে। ট্রাফিক বিভাগে কর্মরত অবস্হায় আমেরিকান সিটিজেনসিপ অর্জন করেন । তার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আর সাফল্য তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় । গত এপ্রিল মাসে তার সেই মহেন্দ্র ক্ষন আসে নিউইয়ার্ক ম্যানহাটন এর ক্রিমিনাল ব্রাঞ্চে পুলিশ অফিসার পদে পদোন্নতির প্রশিক্ষনের পত্র । তার কঠোর পরিশ্রম আর অধ্যাবসয় আর ধৈয্য সাধন মেধাক্রমে ৬ মাসের সফল প্রশিক্ষন শেষে পুলিশ অফিসার পদে পদোন্নতি দেয়া হয় । বর্তমানে নিউইয়ার্ক সিটিকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করে নিউইয়ার্ক পুলিশের ক্রিমিনাল ব্রাঞ্চে ম্যানহাটনে পুলিশ অফিসার পদে দায়ীত্ব পালন করছেন। মাহমুদুল হাসান ফয়সালের স্ত্রী সুমাইয়া আক্তার সাদিয়া ঢাকা সের্ন্টাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এম বি বি এস শেষ বর্ষে অধ্যায়নরত । ছোট ভাই মিরাজুল হাসান ফরহাদ নিউইয়ার্ক থেকে সিভিল ইজ্ঞিনিয়ারিং পাস বর্তমানে সেখানে কর্মরত রয়েছ। ফয়সালের পিতামাতা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিসহ সকল বাংলাদেশীদের কাছে দোয়া কামনা করেছেন যাতে সে বাংলাদেশের মুখ, তার সফলতা ও কর্মদক্ষতায় আরো উজ্জল করতে পারেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host