১২ নভেম্বর উপকূল দিবস ও মন্ত্রণালয় গঠনের দাবীতে গলাচিপা প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশের তারিখ: নভেম্বর ১২, ২০২২ | ১০:০১ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষনার দাবীতে গলাচিপায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে গলাচিপা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহসভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল,রিয়াদ হোসেন,বিনয় কমকার,সাকিব হাসান,কমল সরকার, সজ্ঞিব দাস, নাসির উদ্দীন হাওলাদার, সজ্ঞীব সাহা , নজরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না। বক্তারা আরও বলেন, তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলে, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়। এ কর্মসূচীতে গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সন্ধ্যায় প্রেসক্লাবে আলেচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host