উজিরপুরে মাকে একশত জুতাপেটা করার ঘটনায় -২ ছেলে গ্রেপ্তার।

প্রকাশের তারিখ: নভেম্বর ১৪, ২০২২ | ৫:৪৫ অপরাহ্ণ

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মাকে একশত জুতাপেটা করার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত ২ ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ। ১৪ নভেম্বর সোমবার সকালে অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ। উল্লেখ্য হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা স্বরসতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আহতকে স্হানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত’র স্বামী বিশ্বেসর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল,শ্যামল মন্ডল, বিমল মন্ডল,মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান ইতিমধ্যে মামলার ২ আসামিকে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host