জমি নিয়ে দ্বন্দ্বের জের, উজিরপুর গ্রাম পুলিশকে হয়রানি অভিযোগ

প্রকাশের তারিখ: নভেম্বর ১৬, ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ,গ্রাম পুলিশকে একের পর এক মিথ্যে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ।স্থানীয় একাধিক সূত্রে জানা যায় ,উপজেলার ৪নং ওটড়া ইউনিয়নের ৬নং ওয়াডের, মৃত মোঃ কাদের ঘরামীর ছেলে ইউনুছ ঘরামী’র সাথে স্থানীয় গ্রাম পুলিশ ও দলিল লেখক মোঃ জাকের হাওলাদার এর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলমান,ঐ দ্বন্দ্বের জের ধরে মোঃ ইনুছ ঘরামী ও তার পরিবার মিলে মোঃ জাকের হাওলাদার এর নামে একাধিক দপ্তরে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করে আসছে,এর ধারাবাহিকতায় গত ১৩,১০,২২তারিখ ইউনুছ ঘরামীর বোন মোসাম্মৎ মাকছুদা বেগম বাদী হয়ে, বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ,মো: জাকের হাওলাদার কে বিবাদী করে একটি মামলা দায়ের করেন,যাহার মামলা নং৪০৩। উল্লেখ্য মামলায় বিবারনে যানাজায় ১,১০,২২তারিখ রোজ শুক্রবার আনুমানিক রাত ১০,৩০মিনিটে বাদীর ঘরে ঠুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান বিবাদী, কিন্তু ক্যালেন্ডার মিলিয়ে দেখা যায় গত ১,১০,২২ তারিখ শনিবার,মামলার বিবাদী ও বিভিন্ন ভাবে হয়রানির শিকার ,গ্রাম পুলিশ মোঃ জাকের হাওলাদার জানান,ঐলেখ্য তারিখ তিনি ব্যবসায়ী কাজে ঢাকায় অবস্থান করছিলেন,তিনি আরও জানান গত ২২,৯,২২ তারিখ ইউপি চেয়ারম্যান কার্যালয় হইতে ছুটির আবেদন করে ৩০,৯,২২ হইতে ১,১০,২২পর্যন্ত ছুটি নিয়ে গত ২৯,৯,২২তারিখ বৃহস্পতিবার ২,২০ মিনিটে উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনে ঢাকার উদ্দেশ্যে উজিরপুর ত্যাগ করেন।এবং ব্যবসায়িক কাজ সেষ করে গত ২,১০,২২তারিখ সকালে ঢাকা থেকে উজিরপুরে আসেন এবং কর্মস্থল ইউপি কার্যালয় যোগদান করেন।হয়রানির শিকার গ্রাম পুলিশ ও দলিল লেখক মোঃ জাকের হাওলাদার আরও জানান উলেখ্য বিবাদি গন,মামলা ছাড়াও,ইউনিয়ন পরিষদ কার্যালয়,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বরিশাল এসপি অফিস সহ বিভিন্ন দপ্তরে তার নামে মিথ্যাবৃত্তিহীন একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে।উল্লেখ্য বিষয় বিবাদী ইউনুছ ঘরামী ও তার বোন মোসাম্মৎ মাকসুদা বেগম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।হয়রানি শিকার গ্রাম পুলিশ ও দলিল লেখক মোঃ জাকের হাওলাদার প্রশাসনের ঊর্ধ্বতরে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host