মঠবাড়িয়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত : অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ

প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২২ | ৫:৩৩ অপরাহ্ণ

সোহেল, বিশেষ প্রতিনিধি :– “পুলিশই-জনতা, জনতাই-পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গী- সন্ত্রাস বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ পুলিশিং সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল হালিম, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান, মোঃ জামাল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ ইশরাত জাহান মুন্নী, সমাজ সেবক মোস্তফা হাওলাদার, শিক্ষক মোঃ রোকনুজ্জামান শরীফ, একেএম শাকিল আহম্মেদ প্রমূখ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। শিশু-কিশোরদের আগামী দিনের জন্য তৈরী করতে হবে। বিশেষ করে অষ্টম শ্রেণীতে পড়–য়া থেকে শুরু হয়ে ছেলে-মেয়েরা প্রথমতঃ বাল্যবিয়ে, বেপরোয়া চলাচল ও মাদকের দিকে ঝুঁকে পড়ে। এরপর নবম, দশম শ্রেণীতে পড়–য়া ছেলে-মেয়েরা আরো বেশী হবার ঝুকি থাকে। পুলিশ-জনতা এক হওয়ায় এসকল অসংগতি সমাজ থেকে অনেকটা কমতে শুরু হয়েছে। এসময় তিনি উপস্থিত অভিভাবকদেওর উদ্যেশ্যে আরও বলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, সেদিকে খেয়াল রাখুন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host