বরিশালে নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ: নভেম্বর ১৯, ২০২২ | ৮:১২ অপরাহ্ণ

বরিশাল বাণী:নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগ পত্র পরিচয় পত্র সার্ভিস বুক প্রদান সহ দশ দফা দাবি এবং আগামি ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতর কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
যা নগরের বান্দ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ প্রদক্ষিন করে পুনরায় নদী বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করেন তারা।
সমাবেশে সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারন সম্পাদক একে আযাদ, শ্রমিক জোটের সমন্ময়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদার সহ অন্যান্যরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host