ক্লিনিকের ওটি রুমে প্রসূতি নারীকে মারধর !

প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২২ | ২:০৪ অপরাহ্ণ

বরিশাল সংবাদদাতা:  প্রসূতি এক নারীকে অপারেশন টেবিলে বসে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর অপারেশন টিম এর বিরুদ্ধে। গতকাল রবিবার (২০ নভেম্বর) আহাতের স্বজনরা এ ঘটনা নিশ্চিত করেন।
পার্শ্ববর্তী উপজেলার দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা প্রসূতি ওই নারীর স্বামী হারুন হাওলাদার জানান, বাড়িতে বসে হঠাৎ প্রসাব বেদনা উঠলে সুচিকিৎসার জন্য গত ১৪ নভেম্বর সকালে মির্জাগঞ্জের মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসি। হাসপাতালে থাকা ডাক্তার কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করাতে বললে আমরা তাও করাই পরে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় দ্রুত সিজার করতে হবে। পরে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে প্রথমে ডিএমএফ ডাঃ মোঃ হৃদয় আমার স্ত্রীর পেটের উপরে চাপ দেয় এতে সে ব্যথা পেয়ে বলে আমাকে কি মেরে ফেলবেন এতে ক্ষিপ্ত হয়ে অপারেশন থিয়েটারের দায়িত্বরত ডিএমএফ ডাঃ হৃদয় কয়েকটি চড় থাপ্পর মারে ওর গালে ও চোখে এখনো মারধরের ক্ষত স্পষ্ট রয়েছে। ডাঃরাকিব আজাদ এর সামনেই এই ঘটনা ঘটে। পরে নরমাল ডেলিবেরি হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল আই সি ইউ তে পাঠানো হয়। সেখানে জ্ঞান ফিরলে মারধরের ঘটনা সম্পর্কে আমাকে বলে।
এ ঘটনায় অভিযুক্ত ডাক্তার হৃদয়ে মুঠোফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তারিকুল ইসলাম শাওন বলেন, দেখেন অপারেশন থিয়েটারে কি হয়েছে তা আমার জানা নাই, আমি ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে পারব তারা অনেকদিন পরে অভিযোগ করলে আমার কি করার আছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host